No menu items!

করোনা ভাইরাস (COVID-19)

Must Read

কেন একজন মানব শিশুর জীবনে প্রথম ১০০০ দিন খুব গুরুত্বপূর্ণ ?

   কেন একজন মানব শিশুর জীবনে প্রথম ১০০০ দিন খুব গুরুত্বপূর্ণ ?   গর্ভাবস্থায় মায়ের খাবারের মাধ্যমে শিশু যে পুষ্টি পায়...

মহাত্মা হ্যানিম্যানের আজ ২৬৮তম জন্ম বার্ষিকী

মহাত্মা হ্যানিম্যান  আজ ১০ এপ্রিল রোজ সোমবার, হোমিওপ্যাথি চিকিৎসার  জনক   ক্রিশ্চিয়ান ফ্রেডিক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮তম জন্মদিন । শুভ জন্মদিন...

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস ঋতুস্রাব বা পিরিয়ড প্রতিটি নারী ও কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিন্তু এ অতি...

দুই চিকিৎসকসহ আরও ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের দেহে করোনা ভাইরাস ( COVID -19) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্ত চারজনের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন।

করোনা ভাইরাস ( COVID -19) সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে শুক্রবার বেলা সোয়া ১১টায় অনলাইন লাইভ ব্রিফিংয়ে আসেন সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন চারজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। তাদের নিয়ে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

যুক্তরাষ্ট্রঃ

গতকাল  পর্যন্ত  করোনাভাইরাসে সর্বাধিক আক্রান্তের তালিকায় তিনে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই একলাফে চীন-ইতালিকে ছাড়িয়ে এক নম্বরে উঠে গেছে তারা। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১১৩ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৮ জন। এখনও চিকিৎসাধীন ৮০ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  এপর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্পেনঃ

করোনাভাইরাস মহামারি রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশদের জন্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা প্রায় কেড়েছে ৭১৮ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬ জন। এখনও চিকিৎসাধীন প্রায় সাড়ে ৪৬ হাজার। এদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এপর্যন্ত ৭ হাজার ১৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ইতালিঃ

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে হাজার ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত  আরো ৬ হাজার ১৫৩ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২।

ফ্রান্সঃ

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬৫ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় চার হাজার। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জনে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জনের।

বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস ( COVID -19)। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ৫ লাখ ২৮ হাজার ৫৭৭ জন, মারা গেছেন ২৩ হাজার ৯৫৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৬৩ জন।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার কেএএ/যুগান্তর  ২৭ মার্চ ২০২০ ( অনলাইন সংস্করণ)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

কেন একজন মানব শিশুর জীবনে প্রথম ১০০০ দিন খুব গুরুত্বপূর্ণ ?

   কেন একজন মানব শিশুর জীবনে প্রথম ১০০০ দিন খুব গুরুত্বপূর্ণ ?   গর্ভাবস্থায় মায়ের খাবারের মাধ্যমে শিশু যে পুষ্টি পায়...

More Articles Like This